উনিশশো বাহান্ন থেকে দুহাজার চব্বিশ
চলে গেছে বাহাত্তর বছর নীরবে
বাহান্নর সেসব সাক্ষীর দুএকজন কাঠঠোকরার কোটর করা হেলে পড়া তালগাছের মতো এখনো দাঁড়িয়ে আছে ; যেকোন সময়ে ভেঙে পড়ার ভয়ে
ভাষা আন্দোলনের নীরব দর্শক হয়ে
তাদের বুকে হয়তো পাওয়া যাবে রক্তছাপ ,
সেই অমানবিক নিধন ছিল হানাদারি বাহিনীর ;
এর ঠিক ষাট বছরে স্বাধীন গণপ্রজাতন্ত্রী সরকার
ষাট টাকার এক স্মারক ব্যাঙ্ক নোটে
কুখ্যাত সেই কালো দিনকে সাক্ষী রাখে ইতিহাসে ।
দু হাজার চব্বিশের হয়তো ঠিক পঞ্চাশ বছর পরে
আবার কোন সরকার এই কোটা আন্দোলনের
স্বাধীন দেশের সংগ্রামী ছাত্রদের আন্দোলনের বর্বরোচিত হত্যাকাণ্ডের উপর সুবর্ণ জয়ন্তীর
কোন স্মারক মুদ্রা বা কাগুজে নোট ছাপবে ।