রক্তে যার থাকে ভালোবাসার নেশা
ভালোবাসাই তো হবেই তার পেশা ।
মল্লিকার মিষ্টি অদৃশ্য সৌরভ মনে
হিল্লোল তোলে তনুমনে সর্বক্ষণে ।
উদাসী বাউলের মতো বাউণ্ডুলে
পল্লীপথে ঘুরে বেড়ায় সুর তুলে।
বিনিদ্র নয়নে বেদনায় কাটে রাত্রি
স্বপ্নে খোঁজে তার ভালোবাসার যাত্রী ।