শ্রাবণ গেলে ভাদ্র আসে
ভাদ্রমাসে গুমোট গরম
ভ্যাপসা গরম চারিদিকে
সিদ্ধ হয়ে আমরা নরম ।
ভাদ্রমাসে তালের মাসে
পাকাতালের গন্ধে ম ম
কতকিছু পাবে তালে
তালের বড়ার নেইকো সম ।
গরমতেলে তালের গোলা
ছ্যাঁকছ্যাঁকিয়ে কড়ায় ফোটে
পড়ার ঘরে মন টেঁকে না
ভুরভুরিয়ে গন্ধ ছোটে ।
তাল-ফুলুরি , তালের পিঠে
আরো পাব তালের পায়েস
এই মাসেতে হবে জানি
মৌজ করে মিটবে আয়েশ ।