জন্মের সময় কাঁদে না কে
জানতো কি সে কষ্ট পাবে ?
ছোটবেলায় কান্না ভুলে
হাসে তখন দিল খুলে
বয়স যখন বাড়তে থাকে
দায়িত্ব বোঝার পড়ে পাকে
যাঁতায় পেষা যবের মতো
গুঁড়িয়ে জীবন যাবে ততো;
নবজাতক জানে বুঝি
জীবন মানে খাদ্য রুজি
সংসার-ঘানি পড়লে ঘাড়ে
দুঃখ কষ্ট ক্রমেই বাড়ে ।
বয়স যত বাড়তে থাকে
জড়িয়ে এই মায়ার পাঁকে
জীবন যেন বড়ই জ্বালা
মরার পরে পাবে মালা ।