বটবৃক্ষদের সাধারণতঃ মৃত্যু নেই
শাখার ঝুরি দ্বারাই দীর্ঘকাল থাকে বেঁচে
অসংখ্য পাখিদের আবাস
কিছু কিছু হনুমানেরও আশ্রয়
আর থাকে কাঠবিড়ালি,
কতিপয় বিষধর সাপ ।