আগের দিনে হারাধনের মতো ছিল
অনেক লোকে দশটা ছেলের বাপ
কারো কারো জীবৎ কালে ফলে যেত
হারাধনের মতো মৃত্যুর অভিশাপ ।
হাল আমলে অতি চালাক শিক্ষিত লোক
এক সন্তানের সংসার চাহে সুখ
ছেলে কিংবা মেয়ে শিখে লেখাপড়া
বিদেশ গেলে নামে তখন দুখ ।
মরার পরে করুণ দশা লোক পায়না
চিতায় তুলে মুখে আগুন দেয়া
হারাধনের তবু ছিল একটা ছেলে
বেঁচে থেকে বেয়েছিল খেয়া ।