হাতের কাছে গ্লোবে যদি
দ্যাখো ভালো করে
কোন্ দেশেতে শান্তি বেশি
কোথায় দুঃখে মরে ।
অনেক দেশে যুদ্ধ চলে
বাঁচার তরে লড়াই
গুটিকয়েক দেশে তখন
শান্তির করে বড়াই ।
ভিটেমাটি বিস্ফোরণে
হয় যে ধূলিসাৎ
রকেট ছুড়ে লক্ষ্যে গেলে
গর্বে বাজিমাত ।
পেজার ফেটে একই সাথে
হাজারজনের মরণ
বীরদর্পে ফাটায় গলা
হনন করে বরণ ।
কোন দেশে জাতি দাঙ্গা
কোথাও দেখি ধর্ম
সংখ্যালঘু মরে বেশি
রাষ্ট্র বাঁচার বর্ম ।