শেষবার শোনা গিয়েছিল উনিশশো পঞ্চাশে
সেই কামানের গর্জন  , তারপর আর কেউ শোনেনি
নোয়াখালী বরিশাল এবং আশেপাশের জেলা
খুলনা  , নারায়ণগঞ্জ , হরিশপুর থেকে
কানফাটা সেই ভয়ঙ্কর আওয়াজ ।
ব্রিটিশ শাসকেরা তদন্ত করেও কিছু পায়নি
জনমুখে শোনা যেত পর্তুগীজ দস্যুরা আসছে
ভয়ে সন্ত্রস্ত থাকতো জনসাধারণ ;
বঙ্গোপসাগরে তল্লাশি করেও কিছু সূত্র মেলেনি
অবশ্য তখন বরিশাল ছিল বাকেরগঞ্জ ,
নির্মেঘ পরিষ্কার আকাশেও সে-আওয়াজ
শোনা যেত , কোথা থেকে আসতো
তা ছিল এক রহস্যময় ইতিহাস ।