ধনী থেকে রাজনীতিক , শিল্পপতি
কে আসে না আমার কাছে সবাই আসে
তবে কেউ সংগোপনে কেউ বুক ফুলিয়ে
সন্তুষ্ট করেছি তাদের মনের চাহিদা বুঝে ;
আমি তো পেরেছি অনেকের ঘুম কেড়ে নিতে
অর্থ কামিয়েছি আশাতীত ; যেখানে দূরের হোটেলে
কিংবা পড়ে থাকা পাঁচ নম্বর বেনামী বাড়িতে
যখন পড়েছে ডাক , ছুটে গেছি তখনই
সেখানে যা চেয়েছি , পেয়েছি ; আমারই তো
তিনটি ফ্লাট এভাবেই দিয়েছে ; বিদেশেও গেছি
কারো সাথে । অথচ জানি আমি মারা গেলে কাক পক্ষীও
অনুশোচনা করবে না ; নিয়মিত অতিথিরা
কেউ চিনবে না ; বেওয়ারিশ লাশের সদগতি
করার কাউকে পাওয়া যাবে না ।