বাংলা মায়ের সর্ষে ইলিশ
চিংড়ি দিয়ে লাউ
বাবা মায়ের ভালবাসা
বোনের আদর ফাউ ।
গরম কালে পাকা কাঁঠাল
আম কুড়ানোর ধুম
হরেক পাখির কিচিরমিচির
দোয়েল ভাঙায় ঘুম ।
বাঙলা মানেই রসগোল্লা
মিষ্টি দইয়ের স্বাদ
শীতের দিনে নলেন গুড়ের
পিঠে যায়না বাদ ।
খালে বিলে পুকুর ডোবায়
মাছের খোঁজে ছোটে
যখন কোন আত্মীয় স্বজন
হঠাৎ যদি জোটে ।
( ২১/৬/২৪ দুশানবে, তাজিকিস্তান )