বৃষ্টি পড়ে টাপুরটুপুর
বৃষ্টির পায়ে পরা নূপুর
দুহাতে তার আছে ঘুঙুর
বৃষ্টি পড়ে সকাল দুপুর ।
খুশির হাসি ব্যাঙের মনে
গান জুড়েছে কচুর বনে
ঘ্যাঙর ঘ্যাঙ প্রতিক্ষণে
জোরে হওয়া বইছে সনে ।
ঝিলিক মারে আকাশ আজ
কড়কড়িয়ে পড়ছে বাজ
কানফাটানো হচ্ছে আওয়াজ
শিশুর মাথায় পাতার তাজ ।