প্রাণবন্ত পুষ্পবতী বড়ই শোভাময়
যে বৃক্ষরাজি বাড়ায় পথের শোভা
নয়নাভিরাম পর্ণমোচী মিষ্টিগন্ধের
চোখজুড়ানো অমলতাস মনোলোভা
লম্বা লম্বা লাঠির মতো ফলগুলো সব
সোনালু বা সোঁদাল ফুল হয় যে গাছে
লম্বা লম্বা লাঠির মতো ফলগুলো সব
কতগুলো নাম লোকের জানা আছে ।
গ্রামের লোকে এই নামটি করে মাটি
এত সুন্দর গাছকে যে বলে বাঁদরলাঠি ।