আসতে যেতে হাসতে মানা
মুখখানা তার পেঁচা পানা
সদাই থাকে গোমড়া মুখে
চিরকাল সে ভোগে দুখে ।
একটুখানি মুচকি হাসি
কেবল ভাবে পান্তা বাসি
এড়িয়ে চলে সন্তর্পনে
দুঃখ পোষে মনের কোণে ।
বাঁচতে শেখার মন্ত্র হলো
মন খুলে সব কথা বলো
সুখ দুঃখ শেয়ার করে
সহজ সরল পথটি ধরে ।