বাহুল্য
        জামাল ভড়

কোন প্রয়োজনীয় জিনিসে বিলাসিতা নিষ্প্রয়োজন
কাজচলার মতো হলো ; বাহুল্য বর্জন করাই ভালো
বন্ধু ও স্বজনের সাথে গোমড়া মুখে না থাকাই শ্রেয়
পথ চলতে পিছনে দেখার দরকার হলে
ঘাড় ঘুরিয়ে না দেখে দাঁড়িয়ে ঘুরে দেখ
লক্ষ্য থাকবে সামনে , কানে আসা কথায়
মনোযোগ না দিয়ে সামনে এগিয়ে চল ।
বিয়েবাড়িতে , অনুষ্ঠানে কেউ আলাপচারিতায় এলে
উদাসী থেকো না , কী বলে শোন  ।
বাবা মা ভাই বোন কিংবা বন্ধুর সামনে
মনমরা হয়ে না থেকে বরং মিষ্টি হাসি মুখে থাকে ;
তোমার মুখের হাসি বৃষ্টি ঝরাতে পারে
তার প্রশ্নের জবাব সমস্যার সমাধান দিতে পারে ।
আকাশমুখী না হয়ে নজর থাকে যেন মাটির দিকে
তোমার চেয়ে দুঃস্থ লোকের দিকে দ্যাখো
দেখবে ঈশ্বর তোমাকে অনেক ভালো রেখেছেন ।
(১৩-৬-২৪ , আন্দিজান , উজবেকিস্তান )