পড়শী দেশে আগুন
জাগুন সবাই জাগুন
দিল্লি থেকে ঢাকা
ঘুরছে রথের চাকা ।
বুলেট গুলি লাঠি
হচ্ছে সবাই মাটি
মরেও না দমে
জনতা না কমে ।
শাসক ভয়ে কাঁপে
ছাত্রদের অভিশাপে
বাহান্ন এলো ফিরে
বাংলাদেশ ঘিরে ।