বাঘ বসতির বনে যদি
পাখির কিচিরমিচির
বাঁচার জন্য ওরা খোঁজে
নানান ফন্দিফিকির ।
ছাগল ভেড়া গরু হরিণ
হয় যদি সব হাওয়া
কঠিন হবে বাঘের তরে
বাঁচার জন্য খাওয়া ।
বড়সড় পাখি দেখে
গুটি পায়ে যায়
ফুড়ুৎ করে পাখি তখন
ডানা মেলে পালায় ।
নদীর ধারে গেলে আবার
কুমির ব্যাটার ভয়
কাঁটা লেজের ঝাপটা খেলে
প্রাণের সংশয় হয় ।
তাছাড়া ওই লাল কাঁকড়া
ধরবে দাঁড়া দিয়ে
জ্বালার চোটে ছুটে পালায়
প্রাণটা হাতে নিয়ে ।