বাঘের বাচ্চা বাঘের মতো
ডোরাকাটা দাগ
বড় বাঘের মতো তাদের
আছে ভীষণ রাগ।
বাঘের বাচ্চার ঠাকুরদাদা
থাকতো পাখিরালায়
এখন সেথায় গড়ে ওঠে
ভীড়ের লোকালয় ।
সাতপুরুষের ভিটা ছেড়ে
গেল সাতজেলিয়া
মনের সুখে ধরবে শিকার
কাটবে সময় খেলিয়া !
একদিন এক হরিণ ছানা
ঘুরতে দেখে কাছে
ভয়ে ভয়ে বাঘের দিকে
তাকিয়ে কেমন আছে !
হরিণ শিশু ধীরে ধীরে
বাঘের কাছে গিয়ে
শিকার করা মাথায় ওঠে
খেলে তাকে নিয়ে ।