খাঁচায় রেখে পোষে লোকে
নয় সে মোটে অনামিকা
সবাই তাকে আদর করে
এই আমাদের বদ্রিকা ।
বাজরিগর পরিচিত
প্রায় সকল দেশে
আমেরিকায় প্যারাকিট
বলে ভালোবেসে। ।
এই পাখিটার বয়স যখন
মাত্র মাস নয়েক
পূর্ণ যৌবন পেয়ে তখন
হয়ে পড়ে লায়েক ।
এসব পাখি যারা পোষে
তারাই বুলি শেখায়
অবিকলে নকল করে
দেখায় ভেল্কি দেখায় ।