ঘোর কুয়াশায় একটা বুড়ো
মোটা চাদর ছিল গায়ে
উত্তর দিকে চলে হেঁটে
হাতে লাঠি খালি পায়ে ।
ঝাপসা দিকে কোথায় যাবে
নদীর ধারে খালি বাড়ি
পড়লো চোখে , দেখে সেথা
বাঁধা আছে ঘোড়ার গাড়ি ।
কাঁপতে কাঁপতে চারিদিকে
উঁকি দিয়ে দেখছে চেয়ে
গাট্টাগোট্টা একটা লোকে
লাঠি হাতে আসছে ধেয়ে ।
বুড়ো বোঝে ভূতের কাণ্ড
সাহস ছিল বুড়োর বুকে
পকেট থেকে দেশলাই নিয়ে
জ্বালালো যেই ঠুকে ঠুকে
অমনি দেখে সামনে ফাঁকা ;
ঘরের ভিতর ঢুকলো বুড়ো
লম্বা হলো নরম বিছানায়
খুব সাহসী বদ্রী খুড়ো ।