এ-কারকে অ্যা-কার বলা মস্ত বড় ফারাক
সঠিক বাংলা বলার আগে এই বদভ্যাস ছাড়াক ।
বেলা নামের ভালো মেয়ে , বলছো কেন ব্যালা
মেঘে মেঘে বয়স তোমার অনেক হলো বেলা ।
হাকিম হুজুর সামনে তোমার বলতে গিয়ে কেবলা
উচ্চারণের ত্রুটি হলে বলবে তুমি ক্যাবলা
পদমো যদি বলো তুমি সামনে দেখে পদ্ম
বাংলাভাষা তালাক হবে বলা মাত্র সদ্য ।
গ্রীষ্ম ভীষ্ম ম-ফলা বাদ ষ উচ্চারণ দ্বিত্ব
আবহমান বাংলা ভাষার এটাই রীতি নিত্য ।
রামের ভ্রাতা লক্ষ্মণ হলে শেষে দিও ম-ফলা
ভাষা নিজের নিয়ম মতো উচিত হবে বলা ।