ছোটবেলায় অবহেলায়
করলে সময় নষ্ট
বড় হয়ে পেতে হবে
অনেক বেশি কষ্ট ।
চাকরি বাকরি পাবে না সে
দিন কাটানোয় লড়াই
কষ্টে সৃষ্টে দিন কেটে যায়
থাকবে না আর বড়াই ।
বড়বাবু হয়ে নয় যে বলে
পাবে না সে দাম
পাড়ায় গিয়ে করবে ফেরি
কটকটি আর বাদাম ।
টাটকা বাদাম ভাজা বাদাম
বলে দেবে হাঁক
বৌয়ে ঝিয়ে , ছেলেমেয়ে
আসবে শুনে ডাক ।
সংসার চলা কঠিন ব্যাপার
ফেরিওয়ালা বলে
লেখাপড়া শিখতো যদি
দুঃখ যেত চলে ।