কোন অবস্থায় হতাশায় না কাটানো ভালো
ফলের প্রত্যাশা না করে কর্ম করে যেতে হবে
অপ্রত্যাশিতভাবে অভাবনীয় ফল মেলে
সেই যে একজন যৌবনে সংসারধর্ম ছেড়ে
সংঘে নাম লেখায় ; সেখানেই কাটে
বছরের পর বছর পাঁয়তারা করে
কখনো লাঠি , কখনো তরবারি দিয়ে
সে যে সংঘের দৃষ্টি আকর্ষণ করেছিল
তাতে ছিল তার একান্ত একাগ্রতা , নিষ্ঠা ;
এর মাঝে কখন সে যে হয়েছে বাচিক শিল্পী ;
আর এই বাগ্মীতার জন্যই মোহন্তের কাড়ে নজর
মাটির আসন থেকে উঠে এলো রাজাসনে !
প্রথম ভাষণেই কেল্লা ফতেহ্
তারপর যত ভাষণ বাড়ে তত আসন !
হাতের মুঠোয় দেশ , দেশবাসীও পোষমানা
খাদ্যশস্য ঘাটতি তাতে কিছুই যায় আসে না
কর্মসংস্থান নেই , না থাকুক , অসুবিধা নেই
দেশ তো চলে মসৃণভাবে , প্রতিবন্ধকতা নেই ।