বাবুই নিরালায় পেয়ে সেদিন
ডাকে সেই চড়াই ।
বলে , তুমি কি করো আর
সুখে থাকার বড়াই  ?
চড়াই কেঁদে বলে বাবুই
ভাগ্যে পেরেশান
ঝোপে ঝাড়ে বাসা খুঁজে
হয়েছি হয়রান ।
তুমি বাঁধো খাসা বাসা
আলো জ্বলে তাতে
সর্প ইঁদুর ঘোরে গাছে
নিদ্রা নাহি রাতে ।
অট্টালিকায় রাখে না আর
কোন ভেন্টিলেটর
রিফিউজির মতো এখন
পাল্টাই আমি ঘর ।
সব কথা শুনে বলে
বাবুই পাখি তখন
অহংকারী হলে হবে
অবশ্যই তো পতন ।