সাবেক কালে ধনী লোকের
ঘোড়াই ছিল বাহন
সেসব কথা বললে এখন
শোনাবে সাত কাহন ।
আজকে ধনী চাপে কেবল
দামি দামি গাড়ি
ঘোড়ার উপর তাদের এখন
ভীষণ রকম আড়ি ।
যুগের সাথে অশ্ব এখন
লাগবে বেমানান
বিনা মূল্যে দিলেও তাদের
থাকবে না আর মান ।