কত শীত পেরিয়ে এলাম
কত বসন্তে কোকিলের কুহুতান শুনেছি
গ্রীষ্মের প্রখর দাবদাহ এসেছি কাটিয়ে
বর্ষার জলে ভিজে
জলকাদা মাড়িয়ে কত পথ পেরিয়েছি
হেমন্তের সোনালী ধানের ক্ষেতে
দেখেছি ঢেউয়ের লহরী
কিন্তু আশ্বিনের শুরুতে এমন ঝড় দেখিনি কখনো
অনভিজ্ঞ নাবিকের হাতে জাহাজ দিশেহারা
তুফান ভারী , সামাল সামাল
এই বুঝি যায় প্রাণ , সমুদ্র জুড়ে উথালপাথাল
যাত্রীরা নাজেহাল , অনেকেই কাহিল
তবুও একদল অপরিণামদর্শী যাত্রী
তুমুল কলরবে মাতিয়ে কাটায় সময়
বোঝেনা এই দুর্যোগের পরিণতি নিজেদের বিপদ
জাহাজ যদি ডোবে তারা কি পাবে পরিত্রাণ !