আসছে আবার সেই দিন
এই মাসেই আছে সেই দিন
ভুলবো না তা কোনদিন ।
ইতিহাসের ভাষাদিবস
শত্রু বুলেট করেছিল বশ
ছড়ায় বাংলাভাষার যশ ।
যদিও আমরা পাঠাই ভুলে
ছেলে মেয়েকে ইংরেজিস্কুলে
মায়ের ভাষা রেখেছি তুলে ।
বাংলা তো আর বাইরে চলে না
কেউ ও-ভাষা বিদেশে বোঝেনা
স্বদেশে অনেকেই বাংলা বলেনা ।
কাগজে কলমে বাংলাভাষার গর্ব
ইংরেজি না জানলে সম্মান খর্ব
পালিত তো ভাষা দিবসের পর্ব ।
রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি
বাংলা ভাষার চলে দুর্দশা মহামারি
মুখেই ভাষাপ্রেমের জোয়ার জারি ।