চল অরুণা চল
যাব অরুণাচল
অং বং চং
এলাম ভালুকপঙ
মিলি নীলা শীলা
গেছে বোমডিলা
বৃষ্টি ঝমঝম
করে গা ছমছম
জাং প্রপাতের রূপ
কী যে অপরূপ !
সেলা পাসের পাশে
সেলা হ্রদ হাসে
সোনালী হাঁস ভাসে
সবাই ভালোবাসে ।
তাওয়াং অবশেষে
পৌঁছালো শেষে
কী সুন্দর শহর
রূপের কী বহর
মাধুরী লেকটি দেখে
মাধুরী মনে মেখে
ফেরে সবাই বাড়ি
আবার দেবে পাড়ি
আবার পরের বছর
রাজধানী ইটানগর
দিরাঙ্ আনিনি
যাবে তারা জানি ।