আমার দেশে চলছে এখন
আরবি ফারসি বর্জন
দেশের শুদ্ধ শব্দজ্ঞানে
চলুক জ্ঞান অর্জন
ফারসি বাতাস , আরবি হাওয়া
দিতে হবে বির্সজন ।
ফরাসি আর ইংরেজিতে
অধিক কিছু দোষ নাই
শুধুমাত্র আরবি ফারসি
শব্দমালা বাদ চাই ।
মোকদ্দমা উকিল মামলা
আদালত বাদ হোক
কেবল ইংরাজি আর সংস্কৃত
শব্দগুলো র রোক ।
মোজা জুতো চশমাখানা
তোমরা নাহয় পরলে
এর বদলে সংস্কৃত
শব্দ তুমি বললে ।
বরবাদ , বই , মুলতুবিটাও
বিশ্রী লাগে কানে
এসব শব্দ বর্জন করো
এখুনি আজ সজ্ঞানে ।
এমনি যত আরবি ফারসি
প্রেরণ করো বিদেশে
টেবিল চেয়ার আলমারিটা
গ্রহণ করো স্বদেশে ।