কোনটা ভালো ? আলো না আঁধার?
বিতর্ক ছিল তুঙ্গে
দু' পক্ষের দিকে দু'দল
দিবস যদি সূর্যের সন্তান
রাত্রি তবে পৃথিবীর ঘোমটা
আসল কথা মানুষের মন
বিজলির ঝলকে আলো সাময়িক
আকাশ চিরকালই রহস্যময়
সাগর মহাসাগর এক বিস্ময়
জন্ম দেওয়া থেকে বিরত থাকা যায়
কিন্তু মৃত্যু অপ্রতিরোধ্য।