মা বললো , যাস না বাছা , শরীরটা ঠিক নেই
সে বলে , আরে ঘুরেই যা না একটু পরে ফিরিস
মায়ের কাতর চাহনি উপেক্ষা করে চলে গেলাম
যতবার ফেরার করি চেষ্টা ততবার হাত ধরে টানে
মাঝে একবার ফোন এলো 'আমার মা' ভেসে ওঠে
আমি রিসিভ করাই আগে চিলের মতো ছোঁ মেরে
হাত থেকে ফোন কেড়ে নিয়ে সুইচটা অফ ।
ওরা তিনজন , আমি একা কতক্ষণ পেরে উঠি
পরিণতির কথা ভাবার অবকাশ দেয়নি কেউ
মায়ের করুণ নয়ন , যন্ত্রণা পীড়িত মুখচ্ছবি
ধীরে ধীরে মিলিয়ে যায় অন্ধকারে বিলীয়মান
যৌথ পাশবিক শক্তির কাছে পরাভূত ।
সংজ্ঞাহীন প্রায় আমার দেহ আমার বাড়ির
কাছাকাছি রেখে তাদের অন্তর্ধান  ।