সবাই চলে গেছে একে একে
মিটে গেছে তাদের দেয়া-নেয়া
চেনা ছিল আপনজন
এ-হাটে কেবল যাওয়া আসা ।
অচেনা কিছু মানুষের গুঞ্জন শুনে
মনে পড়ে সে-সব দিনের কথা ;
বসে আছি নৌকার পাটাতনে
কাঁপে থরথর দুটি চরণ
পেয়েছি কত , দিয়েছি কী আসে না মনে
আলো-আঁধারের এই সন্ধিক্ষণে
ভেসে যাব অচিরেই
বুকের উপর থেকে যাবে এ-দেশ
আমার ভালবাসা ।