কোষাধ্যক্ষ কৃষ্ণ রাওয়ের শপথ
নগরমন্ত্রী শামাইয়া আয়াঙ্গারের দিব্যি
মীর আসফের মতো গুরুত্বপূর্ণ পদের অধিকারী
পণ্ডিত পূর্ণাইয়ার অঙ্গীকার করে বলছি
দেশ আগে বাড়ছে , প্রতিবেশীরা ভয়ে কাঁপছে
পেশকার সুবা রাও মীরজাফরের নামে কসম দিয়ে
বলছে : নারীরা এগিয়ে , দেশ ফুলেফেঁপে উঠছে
বিত্তশালী জগৎ শেঠের পাদস্পর্শ করে বলছি
উমিচাঁদ , রায় দুর্লভের পবিত্র কর ছুঁয়ে বলছি
বিরোধীরা যতই একজোট হউক না কেন
দেশের পবিত্র মাটি আর তাদের মেনে নেবে না
কত সতী সাধ্বী নারী আমাদের সঙ্গে আছে
অনেক বাবা , সাধুবাবা যাঁদের সমর্থনে
একযুগ পেরিয়ে গেলো দেশে সুশাসন প্রতিষ্ঠিত
পৃথিবীর বড় বড় শক্তিধর দেশ
আমাদের হুজুরের মিত্র , মহামিত্র
পশ্চিমা দেশ ভয়ে কোণঠাসা
টুঁ শব্দটি করে না , চুপসে আছে
করদ রানিকে আশ্রয় দিয়ে রাজধর্ম পালন করছি
বলেছিলাম দেশে কাজের বন্যা বয়ে যাবে
এখনি তো বেকারত্ব প্রায় নির্মূল
আর মাত্র পাঁচটা বছর টিঁকে থাকলে
নির্বাচনের আর হ্যাপা থাকবে না
দেশের প্রধান সার্বভৌম ক্ষমতার অধিকারী হবেন
আপনারা রামরাজত্বে বসবাস করবেন
যে অঙ্গীকার আমরা আগেই করেছি ।