আমাকে কেউ ভালোবাসলে
যায় না বিফলে তার ভালোবাসা
প্রতিদান নয় , স্বতঃস্ফূর্ত ভালোবাসায়
উৎসারিত হয়ে তাকে ভরিয়ে দিই ভালবাসায় ।
আমাকে যে ভালোবেসেছে সে জানে
আমার ভালবাসা কতটা গভীর;
ভালোবাসাহীনতায় আজকাল পাইনা কষ্ট
বিরহ সহ্য করেই টিঁকে আছি বহুকাল ।
ভালোবাসার আস্পদ একে একে বিদায় নিয়েছে
একক নক্ষত্রের মতো এখনো জ্বলজ্বল করছি ;
নক্ষত্র ভালোবাসার প্রত্যাশী নয় ।