আল্লাহর এক বান্দা আমি করি নাফরমানি
রোজা নামাজ দান খয়রাত কী হয় কী জানি ।
তার কতটুকু লোকদেখানো কতটা বা অন্তরে
খোদামালুম কী হবে সেই ভয়ানক দিন হাসরে
ইয়া নাফসি ইয়া নাফসি বলা ছাড়া নেই গতি
দয়ার নবি কাঁদিবেন শুধু বলে ইয়া উম্মতি ।
কলমা পড়ি রোজা রাখি নামাজ পাঁচ অক্তে
তবু কেন অন্ধ বিশ্বাস আসে না আমার রক্তে
ভরসা শুধু নবির সুপারিশ , খোদা মেহেরবান
রহমানির রহিমের ইচ্ছায় বাঁচে যদি মম জান ।