কেউ জানুক না জানুক
তুমি ভালো করেই জান
আমার সকল কবিতা তোমার উদ্দেশ্যেই লেখা
খাতার পর খাতা শেষ হয়ে গেছে
তবু হয়নি প্রতীক্ষার অবসান ।
তুমি এখনো সেই আগের তুমিতে রয়ে গেছো
অনড় হিমালয়ের মতো
হয়তো এক আলোকবর্ষ পার হয়ে যাবে
পাব না তোমার মন
এই কবিতার খাতা নিয়ে একদিন
চার দেয়ালের মাঝে অন্ধকার ঘরে পড়ে রব
মৃত্যুর পরে হয়তো তুমি নড়েচড়ে বসবে
একটা দীর্ঘশ্বাস ফেলবে !
মনে পড়ে এক বৃষ্টির দিনে ভিজতে ভিজতে
আমি তোমাকে এক স্তবক রজনীগন্ধা
দিতে গিয়েছিলাম ; তুমি ফিরিয়ে দিয়েছিলে
সেসব স্বপ্নগাথা বুকে নিয়েই চলে যাব ।