আঁধার মানে শূন্যতা
চোখ বুজলেই অন্ধকার
শূন্য ঘর , শূন্য জগৎ
কয়েক আলোকবর্ষ দূরের
অনুভূতি হয় না কোন
আঁধার মানে ভূত
আঁধার মানে গত
অতীত সব বিগত ।
রাতের আঁধার দূর করে
পূর্ব গগনে আলোর রেখা
আঁধারের রঙ ফিকে করে
উজ্জ্বল রবি ফুঁড়ে ওঠে
সকল তমসা ভেদ করে
পাখি গায় গান , পাখিদের কাকলি
মৌমাছির গুঞ্জন , প্রজাপতির রঙিন ডানা
হাওয়ায় দুলে দুলে বসে গিয়ে ফুলে
ঠিকরে এসে পড়ে চোখে
আলো মানেই দেখা
আলো মানেই ভালোবাসা
আলো মানেই কাছে পাওয়া
যার আলো নেই তার কিছু নেই
যার আলো আছে তার সব আছে ।