তরতাজা যুবক তখন
ছিলাম অর্থহীন
করেছি প্রেম নিবেদন
হয়েছি ব্যর্থ বারেবারে ;
কেঁদেছি
গোপন অশ্রু
ঝরেছে নীরবে ।

কাটিয়ে পৌঢ়ত্ব এখন বৃদ্ধ
তবে বিত্তশালী
তুমি দেখেছো আমায়
কেঁদেছো অন্তরে  
বেলাশেষে
সূর্য অস্তগামী ।