পুনায় থাকেন আগা খান
মাছের পেটি দাগা খান
করেন কী লেজ ও মুড়ো
সাবাড় করেন বিসুখুড়ো
বিশাল বাড়ি অনেক গাড়ি
মাঝেমাঝেই বিদেশ পাড়ি ।
কত দেশে ঠাঁই ঠিকানা
ধ্যেত্তেরি ছাই জানি কিনা ।
পাশতা খান ইডলি খান
যখন যেটা খুশি চান
সাঙ্গপাঙ্গ অনেক বটে
খানের সেবায় পিছু ছোটে ।