কী হবে ভাই শিখে লেখাপড়া
বিদ্যালাভে যায় না জীবনগড়া
তার চেয়ে হোক রাজনীতিতে হাতেখড়ি
পরের উপর খবরদারি ঘোরাও তুমি ছড়ি ।
ভাগ্যচক্রে টিকিট পেলে বিধানসভায় একটা
চৌদ্দপুরুষ বেঁচে যাবে ফিরবে তাদের লাকটা
স্বল্প বিদ্যায় চোখ রাঙাবে বড় বড় অফিসারে
শুনবে কথা মানবে তোমায় ভয় করবে তোমারে ;
হাতে লক্ষ্মী পায়ে লক্ষ্মী পারলে হতে বিধায়ক
বেতন পাবে উপরি পাবে তুমিই তখন অধিনায়ক ।