রিয়া যাবে নাকি সেই দেশে
যেখানে মানুষের কোলাহল নেই
যেখানে মানুষের চেয়ে গাছপালা ফুল পাখি
রঙবেরঙের আপেল খুঁজে পাবে বেশি
যেখানে সকালে সূর্য পাহাড়ে সোনা ছড়িয়ে দেয় !
এখানে এলে তোমার দু'গালে আপেল
তার নিজের রঙে রাঙিয়ে দেবে
উজ্জ্বল রোদ্দুরে তোমার মন ভালো হবে
তোমার মন খারাপের দিনের অবসান হবে ।
খুব ইচ্ছে করে তোমায় নিয়ে সেখানে হেঁটে বেড়াই
কোন বাগানে বসি , লেকের পাড়ে দু'দণ্ড বসি
পিওনি ফুল ছিঁড়ে তোমার বেণীতে গুঁজে দিই ।
এখনকার শহরেও শব্দদূষণ নেই
নীরবে গাড়ি ছুটে চলে
কালো ধোঁয়ায় বাতাস কলুষিত হয়না
নদী সতী নারীর মতো পবিত্র
কুমারীত্ব বজায় রাখতে পেরেছে ।
খুব ইচ্ছে করে , রিয়া , তোমাকে নিয়ে
একবার ঘুরে আসি ।

( ২৯শে মে ২০২৪ , আলমাটি, কাজাখস্তান )