আবু সাইদ বুক চিতিয়ে দাঁড়ায় পুলিশের সামনে
এ তো উর্দুভাষী বা পাঞ্জাবি পাকিস্তানি পুলিশ নয়
এই পুলিশ তো তার মতো বাংলাতেই কথা বলে
পান্তাভাত পেয়াঁজ মরিচ খেয়ে কেটেছে ছোটবেলা আবু সাইদের মতো 'পাখি সব করে রব' পড়েছে
হয়তো বিশ্ববিদ্যালয়ের চৌকাঠ মাড়ায়নি !
তারাও মা-কে ডাকে মা , পুকুরে কাটে সাঁতার
নদী নালায় মাছ ধরে , ডিঙি বেয়ে গাঁয়ে পৌঁছায় ।
আবু সাইদ ভাবেইনি পুলিশ তার বুক ঝাঁঝরা
করে দেবে ; রংপুর রাজশাহি চট্টগ্রাম ঢাকায়
মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র যখন বিচারকের রায়ের বিরুদ্ধে সরকারের সুপ্রিম কোর্ট
প্রতিবাদের লক্ষ্য কণ্ঠ আকাশ বাতাস করে মুখরিত
আজ্ঞাবহ পুলিশ, বিজিবি কাঁদানে গ্যাস , লাঠি, গুলিবর্ষণে পাকিস্তানি বাহিনীর অনুকরণে অত্যাচার ; এই বিজিবি ও ছাত্রদের পিতামহরা
একসাথে দাঁড়িয়ে ভাষার দাবিতে গুলি খেয়েছিল;
সালাম জব্বার বরকত -- এরাও আবু সাইদের মতো হানাদারের গুলিতে প্রাণ হারিয়েছিল ;
কী চেয়েছিল ছাত্ররা ? চাকরির কোটা-আইন
পরিহার ; তাদের কেউ দেখেনি রাজাকার
দুচোখে দেখে আসছে শুধুই স্বৈরাচার ।