নারকেলের মালা দিয়ে
তৈরি বাদ্যযন্ত্রে
তবলা ছোট এবং ডুগি
বাজায় হাতের মন্ত্রে ।
লাউয়ের খোলে তার লাগিয়ে
একতারাটি বাজে
তারাই চেনা বৈরাগী হয়
বাউল মোদের মাঝে ।
তল্লাবাঁশের সরু ডগায়
তৈরি করে বাঁশি
বাজায় যখন সাঁঝেরবেলায়
আমরা ভালোবাসি ।
কোন কিছুই এই জগতে
অবহেলার নয়
বুদ্ধি দিয়ে তৈরি করে
মানুষ জগতময় ।
বুদ্ধি দিয়ে তৈরি হলেও
মেধা দিয়ে বাজায়
উজ্জীবিত লোকের মাঝে
নিজের প্রতিভায় ।