( পবিত্র কুরআনের ১০০সংখ্যক সুরা আল আদিয়াতের ভাবানুবাদ )
শপথ সেই সব অশ্বের যারা ঊর্ধ্বশ্বাসে ধাবমান
যাদের ক্ষুরের আঘাতে অগ্নি-স্ফুলিঙ্গ প্রকাশমান
অতি প্রত্যুষে করে অভিযান
এবং রাশিরাশি ধূলিকণা উড্ডীয়মান
অরি ব্যূহের অভ্যন্তরে প্রবেশিয়া
নিশ্চয়ই মানুষ জানায় না শুকরিয়া
এবং নিশ্চয় তারা স্বয়ং সাক্ষী
আর ধনসম্পদে প্রচণ্ড লোভী
তারা কি জানে না কবর হতে পুনরায় হবে উত্থিত
আর তাদের মনের সব কিছু সবে প্রকাশিত
অবশ্যই তোমার আল্লাহ সবকিছুতে অবহিত ।
(হিজরি সন অষ্টমের এক যুদ্ধের প্রেক্ষিতে এই সুরা অবতীর্ণ । ইয়াবেস উপত্যকার একদল অবিশ্বাসী মদিনার মুসলিমদের উপর আক্রমণের জন্য মদিনার পাশ্ববর্তী এলাকায় সমবেত হয় । আল্লাহর নবি এই সংবাদ পেয়ে হজরত আবু বকরের নেতৃত্বে একদল সেনা পাঠিয়েও ব্যর্থ হন এবং বহু মুসলিম সৈন্য নিহত হয় । অতঃপর হজরত উমর এবং আমর্ ইবনে আসের নেতৃত্বে সৈন্যদল পাঠিয়েও পরাভূত হন । সবশেষে হজরত আলির নেতৃত্বে একদল সৈন্য পাঠান । তিনি সৈন্যদল নিয়ে রাতের মধ্যেই শত্রুদের কাছে পৌঁছে যান এবং বীর বিক্রমে যুদ্ধ করে শত্রুপক্ষের বহু সেনাকে নিহত করতে সমর্থ হন । বিজয়ী দল মদিনায় ফেরার পূর্বেই এই সুরা অবতীর্ণ হয় । ইসলাম যে অন্য জাতির উপর আগ্রাসন বা অন্যায় যুদ্ধের প্রশ্রয় না দিলেও ইসলাম ধর্মকে রক্ষা করা পবিত্র দায়িত্ব বলে স্মরণ করানো হয় । এখানে অশ্ব বলতে যুদ্ধে ব্যবহৃত ঘোড়াগুলোর কথা বলা হয়েছে )