রজ্জু ভ্রমে সর্প ধরে
যখন অতল সলিলসমাধি থেকে
চেয়েছি বাঁচতে শুধু জীবনের জন্য
তখন কী আর জানতাম
সেই সর্পের ছোবলেই হবে আমার মৃত্যু !