আদিম কালে ইয়েমেনে ছিল আদ জাতি
দীর্ঘাকৃতি শক্তিশালী তাদের ছিল খ্যাতি
পাথরশিল্পের ছেদনকর্মে এমনি নিপুণ
অপকর্মে লিপ্ত হলো ভুলে খোদার গুণ ।
খোদার তরফে আসেন তখন হুদ নামে নবি
আদ জাতিকে বোঝান তিনি এসব ভুল সবই ।
হুদ বলেন , আল্লাহ তোমাদের করছেন সতর্ক
তবুও আদ জাতির লোক করে নবির সাথে তর্ক।
আদ জাতির অত্যাচারের চরম সীমা গেল ছেড়ে
আল্লাহপাক শাস্তিরূপে সর্বপ্রথম বৃষ্টি নিল কেড়ে
তিনটি বছর ইয়েমেনে হয়নি বৃষ্টি একটি ফোঁটা
শস্যভূমি শুকিয়ে গেল , জমিন ফেটে গোটা গোটা
ধীরে ধীরে বাগ বাগিচা হলো জানি পূর্ণ মরুভূমি
আদ জাতির লোকে তখন মোনাজাতে ভূমি চুমি'
এক গায়েবি আওয়াজ শোনে "তোমরা কী চাও"
সমবেত আদজাতির লোকে চাহে "কালোমেঘ দাও"।
দেখতে দেখতে বুঝল তারা বাড়ল হাওয়ার বেগ
তাদের চোখে পড়লো তখন আকাশ জুড়ে মেঘ ।
খুশিতে ডগমগ জাতি বলে এই মেঘই দেবে বৃষ্টি
বৃষ্টি তখন ভরিয়ে দেবে আগের শ্যামল সৃষ্টি!
তাদের কথায় রুষ্ট হয়ে পরপর আটদিন, সাতরাত
বজ্রপাতে , ঝড়তুফানে আল্লাহ হানে প্রতিঘাত !
চতুর্দিকে হাহাকারে ইয়েমেনে নামে চূড়ান্ত ধ্বংস
আদ জাতি গজবে হলো সমূলে হইলো বিধ্বস্ত ।