আ মরি বাংলাভাষা
আমার মধুর বাংলাভাষা
আমার প্রাণের বাংলাভাষা
তোমার কী করুণ দশা করে
বিপুলা এই বঙ্গদেশের শব্দভাণ্ডার ।
শব্দ তো একটাই
নোয়াখালিতে যদি খোঁচায়
বরিশালে তারে মারে ঘুষি
সিলেটে যদি তোমাকে করে আহত
একই ভাষা তবে চট্টগ্রামে হয় নিহত ।
কেমন আছো তুমি -- একস্থানে হয় কিতা খবর
চট্টগ্রামে বলে ক্যাংখা আছু ;
তুমি বললে ভালো , সিলেটিরা অয় বালা
চাটগাঁইয়া তখন জানায় গম আছি ;
বাড়িতে অতিথি এসেছে
সিলেটে তখন বারিত মেয়মান আইছে
চট্টগ্রামের মানুষ বলে : গরত গরবা আইশ্যে ;
আমরা যাকে বলি পাটশাক
সিলেটিরা বলে তাকে নাইল্লার হাগ
চট্টগ্রামের ভাষায় সে-শাক নারিচ পাতা
বললে কিছু বোঝে না বললে বরবটি
চট্টগ্রামে সেটাই হবে বরহডি
সিলেটিরা বলে তাকে রামাইস
যদি একদিন গেলেন চট্টগ্রামে
পাতে পাবেন বাইওন দিনি উরি উন্নি
বেগুন দিয়ে শুটকি মাছ জানি
ওটাই শুনি সিলেট গিয়ে
হুকুইন দিয়া বাইঙ্গন রাঁধছি ।