তুমি যে কে
কে বা সঠিক জানে
তোমার ভক্তদের মধ্যে বলে কেউ
তুমি বিষ্ণুর একাদশ অবতার
মুহুর্মুহু করতালিতে সংসদ ফেটে পড়ে
যখন তোমাকে ত্রিশূলধারী মহাদেব রূপে দেখে
জনতা ভূলুণ্ঠনে গড় কাটে
তোমাকে বেয়ার গ্রিলসের সাথে
সহোদর পদক্ষেপ দেখে জনতা বিস্ময়ে বিমূঢ়
তোমাকে নভোশ্চরের পোশাকে দেখে
জনতা হতবাক
আসলে তুমি যে কে
এবং কী নও সেটাই পাই না ভেবে
তুমি শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ
বেলুড়ে স্বামী বিবেকানন্দ
তোমার শিষ্যরাও বলে
তুমিই বিবেকানন্দের নতুন অবতার
কোনোদিন হয়তো শুনবো
তুমি গান্ধীজি
তুমি নেহরু
তুমি সর্দার বল্লভভাই
দুর্গতিনাশিনী দুর্গার শক্তি তোমার  !
তুমি যে জরায়ুজ নও -- এ দাবি তোমার
চায়না থেকে পাকিস্তান
রাশিয়া থেকে আমেরিকা
প্রতিটি দেশে তোমার বিহার
বসুধৈব কুটুম্বকম
তামাম বিশ্বে তোমার যাতায়াত অবাধ
শত্রু মিত্র ভেদাভেদ না করে তোমার উপস্থিতি
তুমি সাপের সাথেও আছ
ব্যাঙের সাথেও আছ
তুমি শত্রুর সাথে কর কোলাকুলি
মিত্রর সাথে করমর্দন
তোমার তুলনা তুমিই বিরিঞ্চিবাবা ।