বেশ কিছু বছর পর যখন মিলিয়ে যাবে
আঘাতের চিহ্ন ,পুরুষ ও নারীদের অঙ্গ প্রত্যঙ্গে
থাকবেনা প্রবল ব্যাথা ,ধর্ষকদের নাম,মুখ
সব আবছা হয়ে বাতাসে উড়ে বেড়াবে
শিমুল তুলোর মত,একে অপরকে
ছোট করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাবো ,
রাজপথে আন্দোলনের লেশমাত্র থাকবে না
তোমার আমার বাড়ির টবে ফুটবে গোলাপ,
লাল-সবুজ-গেরুয়ার প্রাচুর্যে বর্ণান্ধ হব আমরা
ঠিক তখনই হয়তো আরো একবার
কোনো এক অসহায়ের ভাগ্য
তমসাচ্ছন্ন হয়ে উঠবে শক্তির আস্ফালনে,
আরো একবার মুদিখানার মালিক মাংস কিনবেন
মোমবাতি বেচার টাকায়,আরো একবার ভাঙা হবে প্রয়োজনীয় সব কিছু,প্রাণ যাবে শয়ে শয়ে,
তখন‌ও আমরা ঝড় তুলবো রাজপথে,
চায়ের দোকানে,কিটি পার্টিতে।
ঢেউ আসবে আমরা ভিজবো, ঢেউ তে
লাফিয়ে মজা নেবো,দুয়েকজনের হাত পা কেটে যাবে,
হয়তোবা কিছু প্রাণ ভেসে যাবে চোরাস্রোতে,
সে না হয় যাক তাতে আমাদের কি ?
আমাদের টবে গোলাপ তখন‌ও থাকবে,
আমাদের শক্তির প্রাচুর্যে লুকিয়ে থাকবে
ছদ্মবেশী কাম ,সবাই থাকবে সবার মত ।
যারা চলে গেছে তারা শুধু থেকে যাবে
তারাদের দেশে, বিকৃত বেশে ।