এক প্লাবনে আমার রং ফিকে
করে দিয়ে গেছে
বদলে দিয়ে গেছে আমার সব
সম্পর্কের গুণগত মান।
তবু ডোবেনি আমার গোড়ালি
আজও এক চিলতে পাহাড়ী রোদ্দুর
আমার মনকে এমন এক উষ্ণতায়
পৌঁছে দেয়
সব কিছুই বড় ভাল লাগে ।
আবেগের দীর্ঘ উপত্যকা বেয়ে আজও
বেশ কিছু মৌন গৌণ ঘটনার প্রতিধ্বনি
আমার কাছে আসে
সময় চায়
আমার প্রতিক্রিয়া নির্ভর করে
মানসিক উষ্ণতার উপর ।
আমি শুধুশুধু পড়ে নেই
আমি যে কেবলমাত্র টিকে আছি
তাও নিশ্চয় নয় ।
এক গোলক থেকে অারএক গোলক
এই জগৎ থেকে অপর জগৎ
এক শরীর থেকে ভিন্ন ভিন্ন শরীর
কিছুটা অশরীরী অবয়বে
অভিজ্ঞতা ভেসে চলে।
অভিজ্ঞতা ভেসে যায় । ।