আমি সন্ত্রাস থেকে সন্তোষ পেতে চাইনি
চাইনি অকারণে গ্রাস করে নিতে
কারো শরীরের সমস্ত উত্তাপ
আমি ফিরিয়ে দিইনি কোনো উষ্ণতা , কোনো
গোধূলী রঙের চাহনী ।
দুড়মুড় করে ভেঙে পড়া রক্ত আমার ছিলোনা ,
মৃতদেহ বহন করার শক্তি-নক্ষত্রোজ্বল চাহনী
না সেগুলোও ছিলনা আমার ।
গাঢ়ঘুম থেকে রমনী,
অনুরাগ থেকে প্রকৃতি,
বর্ণ-ধর্ম-ক্লিষ্ট বিবশ প্রাণশক্তি,
সচেতনতার সংগঠন কে হারিয়েছে
বারবার, বহুবার ।
কোন এক বিশেষ ক্ষেত্র অথবা সরলরেখাতে
প্রতিবার থামতে হয়েছে আমাকে ।
ওপারের প্রতি উৎসাহ টান পরাজিত হয়েছে
কিছু বিবর্ণ বেসুরো মুখোশধারী আবেগের কাছে।
বিরক্ত হয়েছি আমি
তবু আমাকে বিরক্ত করার অধিকার
ছিনিয়ে নিতে পারিনি।
আমি সন্ত্রাস থেকে সন্তোষ পেতে চাইনি ।।